কোয়ান্টাম মুক্ত আলোচনায় আমন্ত্রিত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ব্যক্তিত্ব, বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সঙ্ঘের সভাপতি ও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ মহামান্য শুদ্ধানন্দ মহাথের। ‘মহামতি বুদ্ধের জীবন ও শিক্ষা’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, সকল ধর্মেরই মূল বাণী এক; যাতে বলা আছে অন্যের উপকার করার কথা, কর্মফল অর্জনের গুরুত্বের কথা, ভিন্ন মতাবলম্বীর প্রতি সহনশীলতার কথা।
যে দুঃখ একজন মানুষকে রাজপুত্র হয়েও, ভোগবিলাসের সমস্ত হাতছানিকে উপেক্ষা করে গৃহত্যাগী করেছিলো, প্রবৃত্ত করেছিলো দীর্ঘ আত্মনিমগ্নতায়, বোধিত্ব লাভের মাধ্যমে তিনি পেলেন সে দুঃখকে জয় করার উপায়। সিদ্ধার্থ থেকে তিনি হলেন গৌতম, মহামতি গৌতম বুদ্ধ।
দুঃখ সংক্রান্ত চতুরার্থ সত্য উপলব্ধির পর মহামতি বুদ্ধ এর প্রতিকারের জন্যে যে দুই ধর্মচক্রের কথা বলেন, তার প্রথম হলো মধ্যপন্থা অনুসরণ অর্থাৎ, জীবনে অতি সুখ-বিলাস-ব্যসন যেমন পরিত্যাজ্য, তেমনি অতি সংযম ও কৃচ্ছ্রসাধনও অপ্রয়োজনীয়। আর ২য় ধর্মচক্রে আর্য অষ্টাঙ্গিক মার্গে তিনি আটটি সৎ পথের কথা বলেন। আর তা হলো, সৎদৃষ্টি, সৎসংকল্প, সৎবাক্য, সৎকর্ম, সৎজীবিকা, সৎপ্রচেষ্টা, সৎস্মৃতি এবং সৎসমাধি। আর এর যথার্থ উপলব্ধির জন্যে একজন মানুষকে মেডিটেশন বা ধ্যানে আত্মমগ্ন হতে হবে। সংঘবদ্ধভাবে নিজেকে পরিশুদ্ধ করে অহিংসা ও মানবীয় গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। আসলে সকল ধর্মের মূল বাণীই এক। যাতে বলা আছে অন্যের উপকার করার কথা, কর্মফল অর্জনের গুরুত্বের কথা, ভিন্ন মতাবলম্বীর প্রতি সহনশীলতার কথা। মহামতি বুদ্ধ যে সাম্য-মৈত্রীর কথা বলেছেন, তার সাথে যুগে যুগে আগত ধর্মীয় মহামানবদের প্রচারিত শিক্ষার নির্যাস একই।
ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে প্রতিটি মানুষের মৌলিক অধিকারকে নিশ্চিত করার এ শাশ্বত বাণীকে অনুসরণ করে কোয়ান্টাম ফাউন্ডেশন মানুষের নৈতিক পুনর্জাগরণ ও এক মানবিক মহাসমাজ গঠনে যে ভূমিকা রাখছে, আমি অন্তর থেকে তাকে সাধুবাদ জানাই।
আমি তো মনে করি, পঞ্চাশের দশকের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেন, ড. মো. শহীদুল্লাহ এবং ড. জিসি দেবের উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপের যে শুভ উদ্যোগ আমাদের দেশে সূচিত হয়েছিলো ফাউন্ডেশনের সহযোগিতায় সে ধরনের ব্যতিক্রমী উদ্যোগ আবারও শুরু হতে পারে। আর সে জন্যে আপানাদের প্রতি রইলো আমার সর্বাঙ্গীণ শুভ কামনা।
মহামান্য শুদ্ধানন্দ মহাথের
মহামান্য শুদ্ধানন্দ মহাথের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধব্যক্তিত্ব, বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সঙ্ঘের সভাপতি ও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ।
সৌজন্যেঃ কোয়ান্টাম ফাউন্ডেশন
No comments:
Post a Comment