Tuesday, February 11, 2014

৬৮. রাসূলগণ যদি উম্মতের মনের খবর না জানেন তাইলে সুপারিশ করবেন কিভাবে?

যেদিন আল্লাহ সমস্ত রসূলকে একত্র করে জিজ্ঞেস করবেন, তোমাদের কী জবাব দেয়া হয়েছে?  তারা আরয করবে, আমরা কিছুই জানিনা, গোপন সত্যসমূহের জ্ঞান একমাত্র আপনারই আছে।
সূরা আল মায়েদাহ/১০৯

৬৯. নিজে বাঁচলে বাপের নাম

হে ঈমানদারগণ! নিজেদের কথা চিন্তা করো, অন্য কারোর গোমরাহীতে তোমাদের কোন ক্ষতি নেই যদি তোমরা নিজেরা সত্য সঠিক পথে থাকো। তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তখন তোমরা কি করছিলে তা তিনি তোমাদের জানিয়ে দেবেন। সূরা আল মায়েদাহ/১০৫

৭০. মূর্খদের তথা যাদের কোরআনের জ্ঞান নেই তাদের সাথে বিতর্ক

রহমানের (আসল) বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে বলে দেয় তোমাদেরকে সালাম। 
সূরা আল ফোরক্বান/৬৩

৭১. ইলম তথা কোরআন ছাড়া অন্য কারো দ্বারস্থ না হওয়া

এমন কোন জিনিসের পেছনে লেগে যেয়ো না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই। নিশ্চিতভাবেই চোখ, কান ও দিল সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। 
সূরা বনী ইসরাঈল/৩৬


আল ইলম হচ্ছে কোরআন। পবিত্র আল কোরআনে আছে,
আমি তোমাদের কাছে এমন এক কিতাব নিয়ে এসেছি যাতে সবকিছু বিশদভাবে ব্যাখ্যা করা আছে এবং যা ঈমানদারদের জন্য ইলম, হুদা ও রহমত। আল কোরআন-৭/৫২।
তাই কোরআন ছাড়া অন্য কোন জ্ঞানের দ্বারস্থ হওয়া যাবে না।