Wednesday, April 2, 2014

১৪২. সিরাতুল মুস্তাকীম হচ্ছে আল কোরআন

 
অহীর মাধ্যমে তোমার কাছে যে কিতাব পাঠানো হয়েছে সর্বাবস্থায় তুমি দৃঢ়ভাবে তা আঁকড়ে থাকো নিশ্চয়ই তুমি সোজা পথে আছো। 
 
নিশ্চয়ই এই কিতাব তোমার জন্য ও তোমার কওমের জন্য স্মরনিকা এবং এজন্য অচিরেই তোমাদেরকে জবাবদিহি করতে হবে। সূরা আয যুখরূফ/৪৩-৪৪।

১৪১. অন্তরে তালা কাদের?

তারা কি কুরআন নিয়ে চিন্তা-ভাবনা করেনি, নাকি তাদের মনের ওপর তালা লাগানো আছে? সূরা মুহাম্মদ/২৪।

১৪০. জান্নাতে মদের নহর থাকবে

যারা আল্লাহর অসন্তোষ থেকে বেঁচে থাকবে তাদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার অবস্থা এই যে, তার মধ্যে স্বচ্ছ ও নির্মল পানির নহর বইতে থাকবে। এমন সব দুধের নহর বইতে থাকবে যার স্বাদে সামান্য কোন পরিবর্তন বা বিকৃতিও আসবে না, মদের (খামরুন) এমন নহর বইতে থাকবে পানকারীদের জন্য যা হবে অতীব সুস্বাদু এবং বইতে থাকবে স্বচ্ছ মধুর নহর। এছাড়াও তাদের জন্য সেখানে থাকবে সব রকমেরফল এবং তাদের রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা। (যে ব্যক্তি এ জান্নাত লাভ করবে সেকি) ঐ ব্যক্তির মত হতে পারে যে চিরদিন জাহান্নামে থাকবে, যাদের এমন গরম পানি পান করানো হবে যা তাদের নাড়িভূঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে? সূরা মুহাম্মদ/১৫।