তবে যারা মুসল্লী। যারা তাদের সালাতে অটল থাকে। যাদের সম্পদে নির্দিষ্ট
অধিকার আছে প্রার্থী ও বঞ্চিতদের। যারা প্রতিফলের দিনটিকে সত্য বলে মানে।
যারা তাদের লালন পালনকারীর শাস্তিকে ভয় করে। কারণ তাদের লালন পালনকারীর
শাস্তি এমন বস্তু নয় যা সম্পর্কে নির্ভয় থাকা যায়। যারা নিজেদের
লজ্জাস্থান নিজের স্ত্রী অথবা মালিকানাধীন স্ত্রীলোকদের ছাড়া অন্যদের থেকে
হিফাযত করে। স্ত্রী ও মালিকানাধীন স্ত্রীলোকদের ক্ষেত্রে তারা তিরস্কৃত
হবে না। তবে যারা এর বাইরে আর কেউকে চাইবে তারা সীমালংঘনকারী। যারা আমানত
রক্ষা করে ও প্রতিশ্রুতি পালন করে। আর যারা সাক্ষ্য দানের ক্ষেত্রে সততার
ওপর অটল থাকে। যারা নামাযের রক্ষনাবেক্ষণ করে। এসব লোক সম্মানের সাথে
জান্নাতের বাগানসমূহে অবস্থান করবে। সূরা আল মা'আরিজ/২২-৩৫।