Wednesday, April 30, 2014

১৬৫. সবার রিযিকের দায়িত্ব আল্লাহর

ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিযিকের (দুনিয়ায় বেচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী) দায়িত্ব আল্লাহর ওপর বর্তায় না এবং যার সম্পর্কে তিনি জানেন না, কোথায় সে থাকে এবং কোথায় তাকে সোপর্দ করা হয়। সবকিছুই একটি পরিষ্কার কিতাবে লেখা আছে। সূরা হুদ/৬।