লোকেরা কি মনে করে রেখেছে,
“আমরা বিশ্বাস ও আস্থা স্থাপন করেছি”
কেবলমাত্র একথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে,
আর পরীক্ষা করা হবে না?
অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি
আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যুক।
সূরা আল আনকাবুত/২-৩।
তোমরা কি মনে করে রেখেছো
তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে?
অথচ এখনো আল্লাহ দেখেনইনি,
তোমাদের মধ্যে কে তাঁর পথে
প্রাণপণ প্রচেষ্টা চালায় এবং দৃড় অবিচল থাকে।
(সূরা আলে ইমরানঃ ১৪২)
আমি তোমাদের কে অবশ্যই পরীক্ষা করবো
যাতে আমি তোমাদের অবস্থা যাচাই করে দেখে নিতে পারি যে,
তোমাদের মধ্যে কে তাঁর পথে সর্বোচ্চ প্রচেষ্টা চালায়
এবং কে দৃড় অবিচল থাকে।
(সূরা মুহাম্মদঃ ৩১)
“আমরা বিশ্বাস ও আস্থা স্থাপন করেছি”
কেবলমাত্র একথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে,
আর পরীক্ষা করা হবে না?
অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি
আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যুক।
সূরা আল আনকাবুত/২-৩।
তোমরা কি মনে করে রেখেছো
তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে?
অথচ এখনো আল্লাহ দেখেনইনি,
তোমাদের মধ্যে কে তাঁর পথে
প্রাণপণ প্রচেষ্টা চালায় এবং দৃড় অবিচল থাকে।
(সূরা আলে ইমরানঃ ১৪২)
আমি তোমাদের কে অবশ্যই পরীক্ষা করবো
যাতে আমি তোমাদের অবস্থা যাচাই করে দেখে নিতে পারি যে,
তোমাদের মধ্যে কে তাঁর পথে সর্বোচ্চ প্রচেষ্টা চালায়
এবং কে দৃড় অবিচল থাকে।
(সূরা মুহাম্মদঃ ৩১)