Sunday, February 2, 2014

৭৭. কোরআন কেন হৃদয় মনে বদ্ধমূল হয় না?

হে নবী, এ অহীকে দ্রুত আয়ত্ত করার জন্য তোমার জিহবা দ্রুত সঞ্চালন করো না।  তা মুখস্ত করানো ও পড়ানো আমারই দায়িত্ব।  তাই আমি যখন তা পড়ি তখন এর পড়া মনযোগ দিয়ে শুনবে। অতঃপর এর অর্থ বুঝিয়ে দেয়াও আমার দায়িত্ব।  কখ্খনো না আসল কথা হলো, তোমরা দ্রুত লাভ করা যায় এমন জিনিসকেই (অর্থাৎ দুনিয়া) ভালবাস  এবং আখেরাতকে উপেক্ষা করে থাকো।
সূরা আল কিয়ামাহ/১৬-২১