(আজ তারাই এ রহমতের অংশীদার)
যারা এ প্রেরিত উম্মী নবীর আনুগত্য করে,
যার উল্লেখ তোমাদের নিকট
এখানে তাওরাত ও ইনজীলে লিখিত অবস্থায় পাওয়া যায়।
সে তাদের সৎকাজের আদেশ দেয়,
অসৎকাজ থেকে বিরত রাখে,
তাদের জন্য পাক পবিত্র জিনিসগুলো হালাল
ও নাপাক জিনিসগুলো হারাম করে
এবং তাদের ওপর থেকে এমন সব বোঝা নামিয়ে দেয়
যা তাদের ওপর চাপানো ছিল।
আর এমন সব বাঁধন থেকে তাদেরকে মুক্ত করে
যাতে তারা আবদ্ধ ছিল।
কাজেই যারা তার প্রতি ঈমান আনে,
তাকে সাহায্য সহায়তা দান করে
এবং তার সাথে অবতীর্ণ আলোক রশ্মির (আল কোরআন) অনুসরণ করে
তারাই সফলতা লাভের অধিকারী।
(সূরা আল আরাফ/১৫৭)
যারা এ প্রেরিত উম্মী নবীর আনুগত্য করে,
যার উল্লেখ তোমাদের নিকট
এখানে তাওরাত ও ইনজীলে লিখিত অবস্থায় পাওয়া যায়।
সে তাদের সৎকাজের আদেশ দেয়,
অসৎকাজ থেকে বিরত রাখে,
তাদের জন্য পাক পবিত্র জিনিসগুলো হালাল
ও নাপাক জিনিসগুলো হারাম করে
এবং তাদের ওপর থেকে এমন সব বোঝা নামিয়ে দেয়
যা তাদের ওপর চাপানো ছিল।
আর এমন সব বাঁধন থেকে তাদেরকে মুক্ত করে
যাতে তারা আবদ্ধ ছিল।
কাজেই যারা তার প্রতি ঈমান আনে,
তাকে সাহায্য সহায়তা দান করে
এবং তার সাথে অবতীর্ণ আলোক রশ্মির (আল কোরআন) অনুসরণ করে
তারাই সফলতা লাভের অধিকারী।
(সূরা আল আরাফ/১৫৭)