Wednesday, November 5, 2014

অধ্যায়১ঃ প্রারম্ভিকা (সূরা ফাতিহা)

কৃতজ্ঞতাপূর্ণ যত প্রশংসা
জগতসমূহের প্রভূ-সৃষ্টিকর্তা-প্রতিপালক
পরম দয়া ও স্নেহের আধার
জীবন কালের অধিপতি
একক বিধাতার নিমিত্ত
প্রভূ! আমরা কেবল তোমারই দাসত্ব করি,
তোমারই কাছে সাহায্য চাই।
আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো।
তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ।
তাদের পথ নয়
যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট।
(নিত্যপাঠ্য, অধ্যায়ঃ১, সূত্রঃ১-৭)

No comments:

Post a Comment