Tuesday, September 16, 2014

১৮৩. উসওয়াতুন হাসানাহ বা উত্তম আদর্শ

তোমাদের জন্য ইবরাহীম ও তাঁর সাথীদের মধ্যে 
একটি উত্তম আদর্শ বর্তমান। 

তিনি তাঁর জাতিকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেনঃ 
আমরা তোমাদের সাথে
এবং আল্লাহকে ছেড়ে যাদের দাসত্ব তোমরা করে থাক 
তাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি। 
আমরা তোমাদের অস্বীকার করেছি। 
আমাদের ও তোমাদের মধ্যে ততদিন পর্যন্ত শত্রুতা থাকবে,
যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি 
আস্থা ও বিশ্বাস না রাখবে। 
তবে ইবরাহীমের তাঁর বাপকে একথা বলা (এর অন্তর্ভুক্ত নয়) 
“আমি আপনার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করবো। 
তবে আল্লাহর নিকট থেকে আপনার জন্য 
নিশ্চিত কোন কিছু অর্জন করে নেয়া আমার আয়ত্বাধীন নয়।” 
(ইবরাহীমের দোয়া ছিলঃ ) 
প্রভূ! তোমার ওপরেই আমরা ভরসা করেছি, 
তোমার প্রতিই আমরা একান্তভাবে নিবিষ্ট,
আর তোমার কাছেই আমাদের ফিরে আসতে হবে।
প্রভূ! আমাদেরকে অবিশ্বাসীদের জন্য সংশয় বানিয়ে দিও না। 
প্রভূ! আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও। 
নিঃসন্দেহে তুমিই পরাক্রমশালী এবং জ্ঞানী। 

এসব লোকের কর্মপদ্ধতিতে তোমাদের জন্য 
এবং আল্লাহ‌ ও পরকালের প্রত্যাশী লোকদের জন্য 
উত্তম আদর্শ রয়েছে। 
এ থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় 
তাহলে আল্লাহ‌ স্বয়ংসম্পূর্ণ ও প্রশংসিত।
 (সূরা আল মুমতাহিনা/৪-৬)

আসলে তোমাদের জন্য 
আল্লাহর বার্তাবাহকের মধ্যে ছিল 
একটি উত্তম আদর্শ 
এমন প্রত্যেক ব্যক্তির জন্য 
যে আল্লাহ‌ ও শেষ দিনের আকাঙ্ক্ষী 
এবং বেশী করে আল্লাহকে স্মরণ করে।
(সূরা আল আহযাব/২১)