Tuesday, March 31, 2020

মন

"মন কামনা ছাড়া আর কিছুই নয়। হৃদয় কোন কামনা জানে না। তুমি এটা শুনে বিস্মিত হবে যে, সকল কামনা আসে মস্তিষ্ক থেকে। হৃদয় বর্তমানে থাকে, এটা স্পন্দিত হয়, তালে তালে নাচে এখন এখানে। হৃদয় অতীত সম্পর্কেও কিছু জানে না এবং ভবিষ্যৎ সম্পর্কেও কিছু জানে না। এটা সর্বদা নিত্য বর্তমান। "

By OSHO, Translated by Torifa Najmina didi

প্রশান্ত থাকা

তুমি ঝড়কে শান্ত করতে পারবে না...
তাই এই প্রচেষ্টা বন্ধ করো।
তুমি যেটি করতে পারো
সেটি হলো নিজেকে শান্ত রাখা।
ঝড় অতিক্রম করে যাবে।
-Thich Nhat Hanh