Wednesday, September 10, 2014

১৭৮. আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন নেই

তারা পৃথিবীতে আরো বেশী অহংকার করতে থাকে
এবং দুষ্ট চাল চালতে থাকে,
অথচ দুষ্ট চাল তার উদ্যোক্তাদেরকেই ঘিরে ফেলে।
এখন তারা কি পূর্বের জাতিদের সাথে
আল্লাহ‌ যে সুন্নত অবলম্বন করেছিলেন
তাদের সাথে অনুরূপ সুন্নতেরই অপেক্ষা করছে?
যদি একথাই হয়ে থাকে
তাহলে তুমি আল্লাহর সুন্নতে
কখখনো কোন পরিবর্তন পাবে না
এবং কখখনো আল্লাহর সুন্নতকে
তার নির্ধারিত পথ থেকে
হটে যেতেও তুমি দেখবে না।
(সূরা ফাতের/৪৩)