Sunday, November 2, 2014

অধ্যায়২ঃ গাভী (৪০-৫৯)

পরিচ্ছেদ-৫

হে ইসরাঈলের সন্তানেরা!
আমার সেই অনুগ্রহের কথা মনে করো,
যা আমি তোমাদের দান করেছিলাম,
আমার সাথে তোমাদের যে অঙ্গীকার ছিল,
তা পূর্ণ করো,
তা হলে তোমাদের সাথে আমার যে অঙ্গীকার ছিল,
তা আমি পূর্ণ করবো
এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো।৪০

আর আমি যে সত্য প্রকাশ করেছি
তাকে মেনে চলো।
তোমাদের কাছে আগে থেকেই যা ছিল
এটি তার সত্যায়নকারী।
কাজেই সবার আগে তোমরাই এর অস্বীকারকারী হয়ো না।
সামান্য দামে আমার বানীসমূহ বিক্রি করো না। 
শুধু আমার ব্যাপারেই সচেতন থাকো।৪১

মিথ্যার রঙে রাঙিয়ে সত্যকে সন্দেহযুক্ত করো না
এবং জেনে বুঝে সত্যকে গোপন করার চেষ্টা করো না।৪২

যারা আমার সামনে অবনত তাদের মতো
প্রার্থনা প্রতিষ্ঠার জন্য
দান করে পরিশুদ্ধ হও 
এবং অবনতদের অন্তর্ভূক্ত হয়ে যাও।৪৩

তোমরা অন্যদের সৎকর্মশীলতার পথ অবলম্বন করতে বলো
কিন্তু নিজেদের কথা ভুলে যাও।
অথচ লোকদেরকে তোমরা উপদেশমালা পাঠ করে শোনাও।
তোমরা কি এতটাই নির্বোধ?৪৪

অবিচলতা সহকারে প্রার্থনার মাধ্যমে উপাস্যের সাহায্য চাও।
 নিঃসন্দেহে এমন করাটা খুব কঠিন কাজ।৪৫
কিন্তু সেসব অনুগত বান্দাদের জন্য কঠিন নয়
যারা মনে করে,
সবশেষে তাদের মিলতে হবে তাদের রবের সাথে
এবং তাঁরই দিকে ফিরে যেতে হবে। ৪৬

হে ইসরাঈলের বংশধরেরা!
আমার সেই অনুগ্রহের কথা স্মরণ করো,
যা আমি তোমাদের দান করেছিলাম
এবং একথাটিও যে, আমি দুনিয়ার সমস্ত জাতিদের ওপর
তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছিলাম।৪৭

আর ভয় করো সেই দিনকে
যেদিন কেউ কারো সামান্যতমও কাজে লাগবে না,
কারো পক্ষ থেকে সুপারিশ গৃহীত হবে না,
বিনিময় নিয়ে কাউকে ছেড়ে দেয়া হবে না
এবং অপরাধীরা কোথাও থেকে সাহায্য লাভ করতে পারবে না।৪৮

স্মরণ করো সেই সময়ের কথা
যখন আমরা স্বৈরাচারী দলের দাসত্ব থেকে
তোমাদের মুক্তি দিয়েছিলাম।
তারা তোমাদের কঠিন যন্ত্রণায় নিমজ্জিত করে রেখেছিল,
তোমাদের পুত্র সন্তানদের শিরোচ্ছেদ করতো
এবং তোমাদের কন্যা সন্তানদের জীবিত রেখে দিতো।
মূলত এই অবস্থাটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে
তোমাদের জন্য বড় কঠিন পরীক্ষা ছিল।৪৯

স্মরণ করো সেই সময়ের কথা
যখন আমরা সাগর চিরে
তোমাদের জন্য পথ করে দিয়েছিলাম,
তারপর তার মধ্য দিয়ে
তোমাদের নির্বিঘ্নে পার করে দিয়েছিলাম,
আবার সেখানে তোমাদের চোখের সামনেই
স্বৈরাচারী দলটিকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম।৫০

স্মরণ করো সেই সময়ের কথা
যখন আমরা মূসাকে
চল্লিশ দিন-রাত্রির জন্য ডেকে নিয়েছিলাম, 
তখন তার অনুপস্থিতিতে
তোমরা বাছুরকে নিজেদের উপাস্যে পরিণত করেছিল।
সে সময় তোমরা অত্যন্ত বাড়াবাড়ি করেছিলে।৫১
কিন্তু এরপরও আমরা তোমাদের মাফ করে দিয়েছিলাম
এ জন্য যে, হয়তো এবার তোমরা কৃতজ্ঞ হবে।৫২

স্মরণ করো (ঠিক যখন তোমরা এই অন্যায় করছিলে সে সময়)
আমরা মূসাকে উপদেশমালা দিয়েছিলাম
যা ছিল সত্য-মিথ্যার পার্থক্যকারী,
যাতে তার মাধ্যমে তোমরা সোজা পথ পেতে পারো।৫৩

স্মরণ করো যখন মূসা নিজের জাতিকে বললো, 
“হে লোকেরা!
তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে
নিজেদের ওপর বড়ই অত্যাচার করেছো,
কাজেই তোমরা অনুতপ্ত হৃদয়ে 
নিজেদের স্রষ্টার আনুগত্যের দিকে ফিরে এসো
এবং নিজেদেরকে হত্যা করো, 
এরই মধ্যে তোমাদের স্রষ্টার কাছে
তোমাদের কল্যাণ নিহিত রয়েছে।
সে সময় তোমাদের স্রষ্টা
তোমাদের অনুতপ্ত হৃদয়কে গ্রহণ করে নিলেন,
কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী।৫৪

স্মরণ করো, যখন তোমরা মূসাকে বলেছিলে,
“আমরা কখনো তোমার কথায় বিশ্বাস করবো না,
যতক্ষণ না আমরা স্বচক্ষে উপাস্যকে
তোমার সাথে প্রকাশ্যে (কথা বলতে) দেখবো।”
সে সময় তোমাদের চোখের সামনে
তোমাদের ওপর একটি ভয়াবহ বজ্রপাত হলো,
তোমরা নিস্প্রাণ হয়ে পড়ে গেলে।৫৫

কিন্তু আবার আমরা তোমাদের বাঁচিয়ে জীবিত করলাম,
হয়তো এ অনুগ্রহের পর তোমরা কৃতজ্ঞ হবে।৫৬

আমরা তোমাদের ওপর মেঘমালার ছায়া দান করলাম,
তোমাদের জন্য সরবরাহ করলাম মান্না ও সালওয়ার খাদ্য 
এবং তোমাদের বললাম,
যে পবিত্র দ্রব্য-সামগ্রী আমরা তোমাদের দিয়েছি তা থেকে খাও।
কিন্তু তোমাদের পূর্বপুরুষরা যা কিছু করেছে
তা আমাদের ওপর অত্যাচার ছিল না
বরং তারা নিজেরাই নিজেদের ওপর অত্যাচার করেছে।৫৭

আরো স্মরণ করো যখন আমরা বলেছিলাম,
“তোমাদের সামনের এই জনপদে প্রবেশ করো
এবং সেখানকার উৎপন্ন দ্রব্যাদি যেমন ইচ্ছা খাও মজা করে।
কিন্তু জনপদের দুয়ারে বিনয়াবনত হয়ে প্রবেশ করবে
অনুতাপ করতে করতে।
আমরা তোমাদের ত্রুটিগুলো মাফ করে দেবো
এবং সৎকর্মশীলদের প্রতি অত্যধিক অনুগ্রহ করবো।”৫৮

কিন্তু যে কথা বলা হয়েছিল
অত্যাচারীরা তাকে বদলে অন্য কিছু করে ফেললো।
শেষ পর্যন্ত অত্যাচারীদের ওপর
আমরা ঐশী শাস্তি আপতিত করলাম।
এ ছিল তারা যে অবাধ্যতা করছিল তার শাস্তি।৫৯

(অধ্যায়ঃগাভী, ৪০-৫৯)

১৯৭. অবিশ্বাসীদের প্রতি অকাট্য যুক্তি

আর যে বইটি আমি আমার দাসের ওপর অবতীর্ন করেছি
সেটি আমার কিনা-
 ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো
তাহলে তার মতো একটি সূরা তৈরি করে আনো
এবং নিজেদের সমস্ত সমর্থক গোষ্ঠীকে ডেকে আনো –
এক আল্লাহকে ছাড়া আর যার যার চাও তার সাহায্য নাও,
যদি তোমরা সত্যবাদী হও তাহলে  কাজটি করে দেখাও
(সূরা বাকারাঃ ২৩)