Wednesday, March 12, 2014

১৩৩. নুর বা আলো হচ্ছে আল কোরআন

নুর বা আলো হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন।
আল্লাহ বলেন, "(আজ তারাই এ রহমতের অংশীদার) যারা এ প্রেরিত উম্মী নবীর আনুগত্য করে, যার উল্লেখ নিকট এখানে তাওরাত ও ইনজীলে লিখিত অবস্থায় পাওয়া যায়। সে তাদের সৎকাজের আদেশ দেয়, অসৎকাজ থেকে বিরত রাখে, তাদের জন্য পাক পবিত্র জিনিসগুলো হালাল ও নাপাক জিনিসগুলো হারাম করে এবং তাদের ওপর থেকে এমন সব বোঝা নামিয়ে দেয়। যা তাদের ওপর চাপানো ছিল আর এমন সব বাঁধন থেকে তাদেরকে মুক্ত করে যাতে তারা আবদ্ধ ছিল। কাজেই যারা তার প্রতি ঈমান আনে, তাকে সাহায্য সহায়তা দান করে এবং তার সাথে অবতীর্ণ নুর বা আলোক রশ্মির অনুসরণ করে তারাই সফলতা লাভের অধিকারী। সূরা আল আরাফ/১৫৭।

এই নুর আল্লাহ তাদেরকে দেননা যারা দুনিয়ার প্রতি আকৃষ্ট তা সে যত বড় পূন্যবানই হোক যত বড় নামাজীই হোক যতবড় বুজুর্গই হোক।
আল্লাহ বলেন, "হে নবী, এ অহীকে দ্রুত আয়ত্ত করার জন্য তোমার জিহবা দ্রুত সঞ্চালন করো না।  তা মুখস্ত করানো ও পড়ানো আমারই দায়িত্ব।  তাই আমি যখন তা পড়ি তখন এর পড়া মনযোগ দিয়ে শুনবে। অতঃপর এর অর্থ বুঝিয়ে দেয়াও আমার দায়িত্ব।  কখ্খনো না আসল কথা হলো, তোমরা দ্রুত লাভ করা যায় এমন জিনিসকেই (অর্থাৎ দুনিয়া) ভালবাস  এবং আখেরাতকে উপেক্ষা করে থাকো। সূরা আল কিয়ামাহ/১৬-২১"