Saturday, September 13, 2014

১৮০. সিরাতুল মুস্তাকীম

অহীর মাধ্যমে তোমার কাছে যে কিতাব পাঠানো হয়েছে 
সর্বাবস্থায় তুমি দৃঢ়ভাবে তা আঁকড়ে থাকো 
নিশ্চয়ই তুমি সোজা পথে আছো।
প্রকৃত সত্য হলো, 
এ কিতাব তোমার ও তোমার কর্মের জন্য 
অনেক বড় একটি মর্যাদা 
এবং এজন্য অচিরেই তোমাদের জবাবদিহি করতে হবে।
(সূরা আয যুখরুফ/৪৩-৪৪)

এভাবেই আমি আমার নির্দেশে 
তোমার কাছে এক রূহকে অহী করেছি। 
তুমি আদৌ জানতে না কিতাব কি এবং ঈমানই বা কি। 
কিন্তু সেই রূহকে আমি একটি আলো বানিয়ে দিয়েছি 
যা দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে 
যাকে ইচ্ছা পথ দেখিয়ে থাকি। 
নিশ্চিতভাবেই আমি তোমাকে সোজা পথের দিক নির্দেশনা দান করছি।
(সূরা আশ শূরা/৫২) 

১৭৯. শরীয়ত

সব নবীদের শরীয়তই এক ছিল
------------------------------

তোমাদের জীবন চালাবার জন্য শরীয়ত দেয়া হয়েছে 
যা দেয়া হয়েছিল নূহকে 
এবং যা এখন আমি তোমাকে দিয়েছি অহীর মাধ্যমে। 
আর যা আমি দিয়েছিলাম ইবরাহীম (আ), মূসা (আ) ও ঈসাকে (আ) কে। 
তার সাথে তাগিদ করেছিলাম এই বলে যে, 
এ জীবন পদ্ধতি অবলম্বন করো 
এবং এ ব্যাপারে পরস্পর ভিন্ন হয়ো না। 
এই কথাটিই এসব মুশরিকের কাছে অত্যন্ত অপছন্দনীয় 
যার দিকে তুমি তাদের আহবান জানাচ্ছো। 
আল্লাহ‌ যাকে ইচ্ছা আপন করে নেন 
এবং তিনি তাদেরকেই নিজের কাছে আসার পথ দেখান 
যে সব সময় তাঁর অভিমুখী। (সূরা আশ শূরা/১৩)



আল্লাহর কালামের বাইরে শরীয়ত মানা
---------------------------------------------


তাদের জন্য কি আল্লাহর এমন কোন অংশীদার আছে
যারা তাদের জীবন পরিচালনার জন্য শরীয়ত প্রনয়ন করে
যাতে আল্লাহর কোনো অনুমতি নেই।
যদি ফায়সালার বিষয়টি পূর্বেই মীমাংসিত না হয়ে থাকতো
তাহলে তাদের বিবাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দেয়া হতো।
এই সর্বনাশাদের জন্য নিশ্চিত কষ্টদায়ক শাস্তি রয়েছে।
(সূরা আশ শূরা/২১)