Sunday, March 9, 2014

১৩০. কোরআনের সবকিছু সামঞ্জস্যপূর্ণ

আল্লাহ‌ সর্বোত্তম হাদীস নাযিল করেছেন, এমন একটি গ্রন্থ যার সমস্ত অংশ সামঞ্জস্যপূর্ণ যার মধ্যে বিভিন্ন বিষয়ের পূনরাবৃত্তি করা হয়েছে। এসব শুনে সে লোকদের লোম শিউরে ওঠে যারা তাদের রবকে ভয় করে। তারপর তাদের দেহমন বিগলিত হয়ে আল্লাহর স্মরণের প্রতি আকৃষ্ট হয়। এটা হচ্ছে আল্লাহর হিদায়াত। এর দ্বারা তিনি যাকে ইচ্ছা সঠিক পথে নিয়ে আসেন। আর যাকে আল্লাহ‌ নিজেই হিদায়াত দান করেন না তার জন্য কোন হিদায়াতকারী নেই
সূরা যুমার-২৩।

১২৯. কোরআন শোনার পর বিশ্বাসীদের প্রতিক্রিয়া

আল্লাহ‌ সর্বোত্তম হাদীস নাযিল করেছেন, এমন একটি গ্রন্থ যার সমস্ত অংশ সামঞ্জস্যপূর্ণ যার মধ্যে বিভিন্ন বিষয়ের পূনরাবৃত্তি করা হয়েছে। এসব শুনে সে লোকদের লোম শিউরে ওঠে যারা তাদের রবকে ভয় করে। তারপর তাদের দেহমন বিগলিত হয়ে আল্লাহর স্মরণের প্রতি আকৃষ্ট হয়। এটা হচ্ছে আল্লাহর হিদায়াত। এর দ্বারা তিনি যাকে ইচ্ছা সঠিক পথে নিয়ে আসেন। আর যাকে আল্লাহ‌ নিজেই হিদায়াত দান করেন না তার জন্য কোন হিদায়াতকারী নেই
সূরা যুমার-২৩

১২৮. কোরআন অস্বীকারকারীরা দুনিয়াতেই লাঞ্চিত হবে

 
এদের পূর্বেও বহু লোক এভাবেই (আল্লাহর কিতাব) অস্বীকার করেছে। শেষ পর্যন্ত এমন এক দিক থেকে তাদের ওপর আযাব আপতিত হয়েছে যা তারা কল্পনাও করতে পারতো না।
 
আল্লাহ দুনিয়ার জীবনেই তাদেরকে লাঞ্ছনার শিকার করেছেন। আখেরাতের আযাব তো তার চেয়েও অধিক কঠোর। হায়! তারা যদি তা জানতো। সূরা আয যুমার/২৫-২৬
 

১২৭. কোরআনকে সব ধরনের উদাহরন দিয়ে বুঝানো হয়েছে

আল্লাহ রাব্বুল আলামীন সব রকমের উদাহরন দিয়ে কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। তবে কোরআন বুঝার জন্য আলাদা তাফসীর বা ব্যাখ্যার প্রয়োজন হবে কেন?


এ কুরআনের মধ্যে আমি মানুষের জন্য সব রকমের উপমা পেশ করেছি যাতে তারা উপদেশ গ্রহন করতে পারে। সূরা আয যুমার/২৭।

১২৬. কোরআনের ভাষা

কোরআনের ভাষায় কোনো বক্রতা নেই তাই একে বুঝার জন্য আল্লাহ ছাড়া কারো সাহায্য নেবার দরকার হতে পারে না।

আরবী ভাষার কুরআন- যাতে কোন বক্রতা নেই। যাতে তারা মন্দ পরিণাম থেকে রক্ষা পায়। সূরা আয যুমার/২৮।

১২৫. এক প্রভূর গোলামী ভালো নাকি অনেক প্রভূর


আল্লাহ‌ একটি উপমা পেশ করছেন। একজন ক্রীতদাসের-- যে কতিপয় রূঢ় চরিত্র প্রভুর মালিকানাভুক্ত, যারা সবাই তাকে নিজের দিকে টানে এবং আরেক ব্যক্তির যে পুরোপুরী একই প্রভুর ক্রীতদাস। এদের দু’জনের অবস্থা কি সমান হতে পারে? সমস্ত প্রশংসা আল্লাহর। কিন্তু অধিকাংশ মানুষ অজ্ঞতার মধ্যে ডুবে আছে। সূরা আয যুমার/২৯।