Monday, January 6, 2014

১১৭. জিব্রাঈল (আঃ) এর সাথে মুহাম্মদ (দঃ) এর সাক্ষাত (শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ)

 তাকে মহাশক্তির অধিকারী একজন শিক্ষা দিয়েছে, যে অত্যন্ত জ্ঞানী।
 সে সামনে এসে দাঁড়ালো।
 তখন সে উঁচু দিগন্তে ছিল।
 তারপর কাছে এগিয়ে এলো এবং ওপরে শূন্যে ঝুলে রইলো।
 অতঃপর তাদের মাঝে মুখোমুখি দু’টি ধনুকের জ্যা-এর মত কিংবা তার চেয়ে কিছু কম ব্যবধান রাইলো।  তখন আল্লাহ‌র বান্দাকে যে অহী পৌঁছানোর ছিল তা সে পৌঁছিয়ে দিল।
 দৃষ্টি যা দেখলো মন তার মধ্যে মিথ্যা সংমিশ্রিত করলো না।
যা সে নিজের চোখে দেখেছে তা নিয়ে কি তোমরা তার সাথে ঝগড়া করো?
 পুনরায় আর একবার সে তাকে  সিদরাতুল মুনতাহার কাছে দেখেছে।
 যার সন্নিকটেই জান্নাতুল মা’ওয়া অবস্থিত।
 সে সময় সিদরাকে আচ্ছাদিত করছিলো এক আচ্ছাদনকারী জিনিস।
 দৃষ্টি ঝলসেও যায়নি কিংবা সীমা অতিক্রমও করেনি।
 সূরা আন নজম/৬-১৭

১১৮. গান-বাদ্য

এটি একটি সাবধান বাণী- ইতিপূর্বে আগত সাবধান বাণীসমূহের মধ্য থেকে।
আগমনকারী মুহূর্ত অতি সন্নিকটবর্তী হয়েছে।
আল্লাহ্‌ ছাড়া আর কেউ তার প্রতিরোধকারী নেই।
তাহলে কি এসব কথা শুনেই তোমরা বিস্ময় প্রকাশ করছো?
হাসছো কিন্তু কাঁদছো না?
আর গান-বাদ্য করে তা এড়িয়ে যাচ্ছো?
আল্লাহ্‌র সামনে মাথা নত কর এবং তাঁর গোলামী করতে থাকো।
সূরা আন নজম/৫৬-৬২