Friday, February 28, 2014

৫. কল্যানের দিকে অগ্রসর লোক


৫৫.) তারা কি মনে করে, আমি যে তাদেরকে অর্থ ও সন্তান দিয়ে সাহায্য করে যাচ্ছি, 

৫৬.) তা দ্বারা আমি তাদেরকে কল্যাণ দানে তৎপর রয়েছি? না, আসল ব্যাপার সম্পর্কে তাদের কোন চেতনাই নেই।

৫৭.) আসলে কল্যাণের দিকে দৌড়ে যাওয়া ও অগ্রসর হয়ে তা অর্জনকারী লোক ৫০(ক) তো তারাই যারা নিজেদের রবের ভয়ে ভীত,

৫৮.) যারা নিজেদের রবের আয়াতের প্রতি ঈমান আনে,

৫৯.) যারা নিজেদের রবের সাথে কাউকে শরীক করে না

৬০.) এবং যাদের অবস্থা হচ্ছে এই যে, যা কিছুই দেয় এমন অবস্থায় দেয় যে,

৬১.) তাদের অন্তর এ চিন্তায় কাঁপতে থাকে যে, তাদেরকে তাদের রবের কাছে ফিরে যেতে হবে।
 ্সূরা আল মুমিনুন।

No comments:

Post a Comment