আল্লাহর পথে প্রচেষ্টা চালাও যেমন প্রচেষ্টা চালানো উচিত। তিনি নিজের কাজের জন্য তোমাদেরকে বাছাই করে নিয়েছেন এবং জীবন পদ্ধতির ব্যাপারে তোমাদের ওপর কোন সংকীর্ণতা আরোপ করেননি। তোমাদের পিতা ইবরাহীমের মিল্লাতের ওপর প্রতিষ্ঠিত হয়ে যাও। আল্লাহ আগেও তোমাদের নাম রেখেছিলেন “মুসলিম” এবং এর (কুরআন) মধ্যেও (তোমাদের নাম এটিই) যাতে রসূল তোমাদের ওপর সাক্ষী হন এবং তোমরা সাক্ষী হও লোকদের ওপর। কাজেই প্রার্থনা প্রতিষ্ঠিত করো, যাকাত দাও এবং আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাও। তিনি তোমাদের অভিভাবক, বড়ই ভালো অভিভাবক তিনি, বড়ই ভালো সাহায্যকারী তিনি। সূরা আল হজ্জ্ব/৭৮।
|
No comments:
Post a Comment