২১. তওবার মাধ্যমে অসত প্রবনতাগুলো সৎ প্রবনতায় রূপান্তর
৭০.)
তবে তারা ছাড়া যারা (ঐসব গোনাহের পর) তাওবা করেছে এবং ইমান এনে সৎকাজ করতে থেকেছে। এ ধরনের লোকদের অসত প্রবনতাগুলোকে আল্লাহ সৎপ্রবনতায় রূপান্তর করে দেবেন এবং আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান।
৭১.)
যে ব্যক্তি তাওবা করে ঈমানের দাবী পূরনে ততপর হয়, সে তো আল্লাহর দিকে ফিরে আসার মতই ফিরে আসে। সূরা আল ফোরকান।
No comments:
Post a Comment