Thursday, January 23, 2014

৮৬. ইসলামের নামে পৃথক দল বানানো বা দলাদলি করা

ইসলাম কোনো দল, গোষ্ঠি, পীর-ফকির বা কোনো মতবাদের নয়। সত্যিকারের ইসলাম হলো এক আল্লাহ ও এক কিতাবের অনুসারী হওয়া। রাসূলের (দঃ) রিসালাত তথা আল কোরানের আনুগত্য করা। দলাদলি ইসলামে হারাম। রাসূলের (দঃ) আগেও ইসলাম ছিল। রাসূল (দঃ) যখন রিসালাত নিয়ে এলেন তখন নতুন নামে দল গঠন করেননি। ইসলামের অনুসারী হিসেবেই রিসালাতের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ বলেন, তোমরা সবাই মিলে আল্লাহ‌র রুজ্জু (কোরআন) মজবুতভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করো না। আল্লাহ‌ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো। তোমরা ছিলে পরস্পরের শত্রু। তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন। ফলে তাঁর অনুগ্রহ ও মেহেরবানীতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়ে ছিলে। আল্লাহ‌ সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়েছেন। এভাবেই আল্লাহ‌ তাঁর আয়াতসমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তুলেন। হয়তো এই আয়াতগুলোর মাধ্যমে তোমরা নিজেদের কল্যাণের সোজা সরল পথ দেখতে পাবে। সূরা আলে ইমরান-১০৩।

No comments:

Post a Comment