বিশ্বাসী পুরুষদের বলে দাও
তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে রাখে
এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে।
এটি তাদের জন্য বেশী পবিত্র পদ্ধতি।
যা কিছু তারা করে আল্লাহ তা জানেন।
আর বিশ্বাসী মহিলাদের বলে দাও
তারা যেন তাদের দৃষ্টি সংযত করে রাখে
এবং তাদের লজ্জাস্থানগুলোর হেফাজত করে
আর তাদের সাজসজ্জা না দেখায়,
যা নিজে নিজে প্রকাশ হয়ে যায় তা ছাড়া।
আর তারা যেন তাদের ওড়নার আঁচল দিয়ে
তাদের বুক ঢেকে রাখে।
তারা যেন তাদের সাজসজ্জা প্রকাশ না করে,
তবে নিম্নোক্তদের সামনে ছাড়া
স্বামী, বাপ, স্বামীর বাপ, নিজের ছেলে, স্বামীর ছেলে,
ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে,
নিজের মেলামেশার মেয়েদের, নিজের মালিকানাধীনদের,
অধীনস্থ পুরুষদের যাদের অন্য কোন রকম উদ্দেশ্য নেই
এবং এমন শিশুদের সামনে ছাড়া
যারা মেয়েদের গোপন বিষয় সম্পর্কে এখনো অজ্ঞ।
তারা যেন নিজেদের যে সৌন্দর্য তারা লুকিয়ে রেখেছে
তা লোকদের সামনে প্রকাশ করে দেবার উদ্দেশ্যে
সজোরে পদক্ষেপ না করে।
হে বিশ্বাসীগণ!
তোমরা সবাই উপাস্য অভিমুখে ফেরো,
আশা করা যায় তোমরা সফলকাম হবে।
আল কোরআন-২৪/৩০-৩১
হে বার্তাপ্রচারকের স্ত্রীগণ!
তোমরা সাধারণ নারীদের মতো নও।
যদি তোমরা উপাস্য সচেতন হও,
তাহলে মিহি স্বরে কথা বলো না,
যাতে মনের গলদে আক্রান্ত কোন ব্যক্তি
প্রলুব্ধ হয়ে পড়ে,
বরং পরিষ্কার সোজা ও স্বাভাবিকভাবে কথা বলো।
নিজেদের গৃহ মধ্যে অবস্থান করো।
এবং পূর্বের অন্ধকার যুগের মতো
সাজসজ্জা দেখিয়ে বেড়িও না।
প্রার্থণা প্রতিষ্ঠা করো,
পরিশুদ্ধির জন্য দান করো
এবং উপাস্য ও তাঁর বাণীবাহকের আনুগত্য করো।
উপাস্য তো চান,
তোমাদের পরিবার থেকে ময়লা দূর করতে
এবং তোমাদের পুরোপুরি পাক-পবিত্র করে দিতে।
আল কোরআন-৩৩/৩২-৩৩
হে উপাস্যের সংবাদপাঠক!
তোমার স্ত্রীদের, কন্যাদের ও বিশ্বাসী নারীদেরকে বলে দাও
তারা যেন তাদের চাদরের প্রান্ত তাদের ওপর টেনে নেয়।
এটি অধিকতর উপযোগী পদ্ধতি,
যাতে তাদেরকে চিনে নেয়া যায় এবং কষ্ট না দেয়া হয়।
উপাস্য ক্ষমাশীল ও করুণাময়। আল কোরআন-৩৩/৫৯
No comments:
Post a Comment