এটি সেই গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই, আর এটি আল্লাহভীরুদের জন্য একমাত্র পথপ্রদর্শক। সুরা বাকারা/২।
না বুঝে আরবীতে কোরআন পড়ে কোনো ফায়দা নেই। বরং এটা আল্লাহর সাথে চরম ধৃষ্টতা যে মানুষের কাছে তিনি যে মেসেজ দিয়েছেন তা সে বোঝার চেষ্টা করছে না। আল্লাহ বলেন,
তারা কি কুরআন নিয়ে চিন্তা-ভাবনা করেনি, নাকি তাদের মনের ওপর তালা লাগানো আছে? সূরা মুহাম্মদ/২৪
তাই যদি কেঁউ কোরআন পড়েই তবে তা বুঝেই পড়া উচিত। যে আরবী বুঝে না তার মাতৃভাষায় কোরআন শেখাই উত্তম। আল্লাহ বলেন,
আমি একে আরবী ভাষায় কুরআন বানিয়ে নাযিল করেছি, যাতে তোমরা (আরববাসীরা) একে ভালোভাবে বুঝতে পারো। সূরা ইউসূফ/২।
অর্থ্যাত আল্লাহও চান যে মানুষ মাতৃভাষায় কোরআন বুঝুক। মাতৃভাষা মানুষের মাঝে যেমন আবেগ সৃষ্টি করতে পারে অন্য ভাষা তা পারে না। আর কোরআন থেকে জানা যায় যে আল্লাহ যখন যে জাতির কাছে কিতাব নাজিল করেছেন তা তার মাতৃভাষায়ই করেছেন। যেমন ইহুদীদের কাছে কিতাব নাজিল করা হয়েছিল হিব্রু ভাষায়।
তবে ধীরে ধীরে আরবী ভাষাটাও শিখে নেয়া উচিত। এ ব্যাপারে একটা উদাহরন দেয়া যায় যে, যেসব শ্রমিক পেটার দায়ে সৌদি আরব যায় তারা কিন্তু শেখানে টাকা ইনকামের জন্য খুব ভালো করে আরবী শিখে ফেলে। কিন্তু আমরা অনন্তকালের জন্য জান্নাত পাবার জন্য আরবী শিখতে রাজি নই। মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে পাঠানো গ্রন্থটি আমরা না বুঝে সারা জীবন বিড়বিড় করি। আর এই চরম ধৃষ্টতার জন্য সর্বনিন্ম নরকে পৌছে যাব।
না বুঝে আরবীতে কোরআন পড়ে কোনো ফায়দা নেই। বরং এটা আল্লাহর সাথে চরম ধৃষ্টতা যে মানুষের কাছে তিনি যে মেসেজ দিয়েছেন তা সে বোঝার চেষ্টা করছে না। আল্লাহ বলেন,
তারা কি কুরআন নিয়ে চিন্তা-ভাবনা করেনি, নাকি তাদের মনের ওপর তালা লাগানো আছে? সূরা মুহাম্মদ/২৪
তাই যদি কেঁউ কোরআন পড়েই তবে তা বুঝেই পড়া উচিত। যে আরবী বুঝে না তার মাতৃভাষায় কোরআন শেখাই উত্তম। আল্লাহ বলেন,
আমি একে আরবী ভাষায় কুরআন বানিয়ে নাযিল করেছি, যাতে তোমরা (আরববাসীরা) একে ভালোভাবে বুঝতে পারো। সূরা ইউসূফ/২।
অর্থ্যাত আল্লাহও চান যে মানুষ মাতৃভাষায় কোরআন বুঝুক। মাতৃভাষা মানুষের মাঝে যেমন আবেগ সৃষ্টি করতে পারে অন্য ভাষা তা পারে না। আর কোরআন থেকে জানা যায় যে আল্লাহ যখন যে জাতির কাছে কিতাব নাজিল করেছেন তা তার মাতৃভাষায়ই করেছেন। যেমন ইহুদীদের কাছে কিতাব নাজিল করা হয়েছিল হিব্রু ভাষায়।
তবে ধীরে ধীরে আরবী ভাষাটাও শিখে নেয়া উচিত। এ ব্যাপারে একটা উদাহরন দেয়া যায় যে, যেসব শ্রমিক পেটার দায়ে সৌদি আরব যায় তারা কিন্তু শেখানে টাকা ইনকামের জন্য খুব ভালো করে আরবী শিখে ফেলে। কিন্তু আমরা অনন্তকালের জন্য জান্নাত পাবার জন্য আরবী শিখতে রাজি নই। মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে পাঠানো গ্রন্থটি আমরা না বুঝে সারা জীবন বিড়বিড় করি। আর এই চরম ধৃষ্টতার জন্য সর্বনিন্ম নরকে পৌছে যাব।
No comments:
Post a Comment