Monday, March 30, 2020

ওশোর শিক্ষা

আমার শিক্ষা হলোঃ সহজ সরল হও এবং উল্লেখযোগ্য কিছু হয়ো না। কাওকে দোষারোপ করতে যেও না। কখনো নিজেকে এমন পরিস্থিতিতে ফেলো না যেখানে নিজেকে অন্যদের চেয়ে মহান মনে হয়। শুধু সাধারন হও। আর যখন তুমি সাধারন হবে, তখন সকল বিষন্নতা উধাও হয়ে যাবে।

যখন তুমি সাধারন হবে, তখন তোমার সকল উপলব্ধি সম্পূর্ণ ভিন্ন হবে। তখন গাছের ডালে পাখীদের গান তোমার কাছে স্বর্গীয় বার্তা মনে হবে। তখন আকাশ, ধরণী সবকিছু অপূর্ব মনে হবে; মনে হবে সবকিছু তাঁর পক্ষ থেকে আসা।

যখন তুমি সাধারন হও, যখন তুমি উল্লেখযোগ্য কেউ নও, তখন সকল দরোজা উম্মুক্ত হয়ে যায়। যখন তুমি উল্লেখযোগ্য কিছু হও তখন সকল দরোজা বন্ধ হয়ে যায়। সাধারন হও এবং নীরব জীবন যাপন করো। রাজনীতিবিদ হয়ো না। একজন মানুষের ক্ষেত্রে যত রকম দূর্ভাগ্য সংঘটিত হতে পারে এটি তার মাঝে সবচাইতে মারাত্মক। ধর্ম আর রাজনীতি একটি অন্যটির সম্পূর্ণ বিপরীত।

-Osho, Returning to the Source, Talks on Zen

No comments:

Post a Comment