আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসূল (সা.) আমাদের মুখোমুখি হয়ে বললেন:
হে আনছার মুহাজিরের দল! তোমাদেরকে পাঁচটি ব্যাপারে পরীক্ষায় ফেলে কষ্ট দেওয়া হবে । আর আমি তোমাদের ঐ পাঁচটি সমস্যা হতে আল্লাহর নিকট প্রার্থনাকারী ।
(১) যখন কোন সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়বে এবং তারা প্রকাশ্য অশ্লীল কাজে লিপ্ত হবে । তখন মহামারী ও এমন কিছু রোগ ছড়িয়ে পড়বে যা পূর্বে কারো ছিলো না ।
(২) আর যখন মানুষ ওজনে ও পরিমাপে কম দিবে, তখন মানুষের উপর দুর্ভিক্ষ, খাদ্যদ্রব্যের সংকট এবং অত্যাচারী শাসকের দুঃশাসন নেমে আসবে ।
(৩) আর যখন মানুষ তাদের সম্পদের যাকাত দিবে না, তখন আকাশের বৃষ্টি দেওয়া বন্ধ করে দেওয়া হবে, যদি চতুষ্পদ প্রাণী না থাকতো, তাহলে কখনো বৃষ্টি দেওয়া হতো না ।
(৪) আর যখন মানুষ আল্লাহ এবং তাঁর রাসূলের সাথে কৃত ওয়াদা- অঙ্গীকার ভংগ করবে, তাদের উপর বিজাতির ক্ষমতা ও কর্তৃত্ব দান করবে এবং ঐ বিজাতি শাসক তাদের অর্থ সম্পদ লুটে নিয়ে যাবে ।
(৫) আর যখন আলেম ও শাসকগণ আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবে না, বরং আল্লাহর দেওয়া বিধানের উপর নিজ ইচ্ছা প্রয়োগ করবে, তখন আল্লাহ তাআ'লা মানুষের উপর দুঃখ-কষ্ট, দুর্দশা, দুরবস্হা, দারিদ্রতা ও দুর্ভোগ চাপিয়ে দিবেন ।
[ ইবনে মাজাহ হাঃ ৪০১৯; হাদীছ হাসান ]
No comments:
Post a Comment