Tuesday, September 9, 2014

১৭৬. ফেরেশতা

দুজন লেখক তার ডান ও বাঁ দিকে বসে সবকিছু লিপিবদ্ধ করছে।
এমন কোন শব্দ তার মুখ থেকে বের হয় না 
যা সংরক্ষিত করার জন্য 
একজন সদা প্রস্তুত রক্ষক উপস্থিত থাকে না।
(সূরা ক্বাফ/১৮)

তাঁর জন্য সবই সমান। 
প্রত্যেক ব্যক্তির সামনে ও পেছনে 
তাঁর নিযুক্ত পাহারাদার লেগে রয়েছে, 
যারা আল্লাহর হুকুমে তার দেখাশুনা করছে। 
আসলে আল্লাহ‌ ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা বদলান না 
যতক্ষণ না তারা নিজেরা নিজেদের গুণাবলী বদলে ফেলে। 
আর আল্লাহ‌ যখন কোন জাতিকে দুর্ভাগ্য কবলিত করার 
ফায়সালা করে ফেলেন 
তখন কারো রদ করায় তা রদ হতে পারে না 
এবং আল্লাহর মোকাবিলায় এমন জাতির 
কোন সহায় ও সাহায্যকারী হতে পারে না। (সূরা আর রাদ/১১)

 প্রশংসা আল্লাহরই জন্য, 
যিনি আকাশসমূহ ও পৃথিবীর নির্মাতা 
এবং ফেরেশতাদেরকে বাণীবাহক নিয়োগকারী 
(এমন সব ফেরেশতা) যাদের দুই দুই তিন তিন 
ও চার চারটি ডানা আছে। 
নিজের সৃষ্টির কাঠামোয় তিনি যেমনটি চান বৃদ্ধি করেন। 
 নিশ্চয়ই আল্লাহ‌ সব জিনিসের ওপর শক্তিমান। 
(সূরাতুল ফাতের/১)

No comments:

Post a Comment