Monday, June 2, 2014

১৮১.২. অহী


কোন মানুষই এ মর্যাদার অধিকারী নয় যে, 
আল্লাহ‌ তার সাথে সরাসরি কথা বলবেন। 
তিনি কথা বলেন হয় অহীর (ইঙ্গিত) মাধ্যমে, 
অথবা পর্দার আড়াল থেকে, 
কিংবা তিনি কোন বার্তাবাহক পাঠান 
এবং সে তাঁর নির্দেশে তিনি যা চান অহী হিসেবে দেয়। 
তিনি সুমহান ও সুবিজ্ঞ।  
এভাবেই আমি আমার নির্দেশে 
তোমার কাছে এক রূহকে অহী করেছি। 
তুমি আদৌ জানতে না কিতাব কি 
এবং ঈমানই বা কি। 
কিন্তু সেই রূহকে আমি একটি আলো বানিয়ে দিয়েছি 
যা দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে 
যাকে ইচ্ছা পথ দেখিয়ে থাকি। 
নিশ্চিতভাবেই আমি তোমাকে সোজা পথের 
দিক নির্দেশনা দান করছি।  
সেই আল্লাহর পথের দিকে 
যিনি যমীন ও আসমানের সব জিনিসের মালিক। 
সাবধান, সব কিছু আল্লাহর দিকেই ফিরে যায়। 
(সূরা আশ শূরা/৫১-৫৩)।

ওদেরকে বলে দাও,
যে ব্যক্তি জিব্রীলের সাথে শত্রুতা করে
তার জেনে রাখা উচিত,
জিজিব্রীল আল্লাহরই হুকুমে
এই কুরআন তোমার দিলে অবতীর্ণ করেছে।
এটি পূর্বে আগত কিতাবগুলোর সত্যতা স্বীকার করে
ও তাদের প্রতি সমর্থন যোগায়
এবং বিশ্বাসীদের জন্য পথনির্দেশনা
ও সাফল্যের বার্তাবাহী।
(সূরা আল বাকারাহঃ ৯৭)

No comments:

Post a Comment