Friday, April 25, 2014

১৬১. তালাক

পবিত্র কোরআনে এক সাথে তিন তালাকের কোনো বিধানই নাই। এটা দীর্ঘ আর যুক্তিযুক্ত একটা প্রসেস। অথচ মোল্লারা এই একসাথে তিন তালাকের ব্যাপারটা জায়েয করে কত মেয়ের যে জীবন নষ্ট করেছে তার কোনো হিসাব নেই। তেমনি মোল্লারা যে ধরনের হিল্লার ব্যবস্থা করে এটা কোরআন অনুযায়ী সম্পূর্ন হারাম ও ব্যভিচার। কোরআনের নিয়ম অনুযায়ী তিন তালাক হয়ে যাবার পর চুক্তি মোতাবেক কারো সাথে বিয়ে দিয়ে তারপর তাকে ছাড়িয়ে এনে পুনরায় বিয়ে করা একটা ব্যভিচার। কারন ছেড়ে দেয়ার শর্তে যে বিয়ে হয় সেটা কোনো বিয়েই নয়। বিয়ে হতে হবে নিঃশর্ত। তারপর যদি কোনো কারনে তালাকপ্রাপ্তা মহিলার স্বামী মারা যায় বা তাদের ছাড়াছাড়ি হয়ে যায় তখন প্রথম স্বামীর জন্য ঐ স্ত্রীকে আবার ফিরিয়ে আনা বৈধ হবে। সূরা বাকারার ২২৬ থেকে ২৪২ দ্রষ্টব্য।

No comments:

Post a Comment