Friday, April 25, 2014

১৫৭. আল্লাহর ফযল তালাশ করা

"তারপর যখন নামায শেষ হয়ে যায় তখন ভূ-পৃষ্ঠে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে থাকো। আশা করা যায় তোমরা সফলকাম হবে। সূরা আল জুময়া/১০।"

অনেকেই এই আয়াত দ্বারা আল্লাহর ফযল বলতে ধন-সম্পদ, টাকা-পয়সা এসব বুঝে থাকেন। কিন্তু আসলে কি তাই? না। বরং আল্লাহ রাব্বুল আলামীন ফযল বলতে কুরয়ানুল কারীমকে বুঝিয়েছেন। সূরা ইউনূসের ৫৭ ও ৫৮ নং আয়াতে আছে,

হে লোকেরা! তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নসীহত এসে গেছে। এটি এমন জিনিস যা অন্তরের রোগের নিরাময় এবং যে তা গ্রহণ করে নেয় তার জন্য পথনির্দেশনা ও রহমত। হে নবী! বলো, “এ জিনিসটি যে, তিনি পাঠিয়েছেন এটি আল্লাহর ফযল এবং তার মেহেরবানী। এ জন্য তো লোকদের আনন্দিত হওয়া উচিত। তারা যা কিছু জমা করছে সে সবের চেয়ে এটি অনেক ভাল।”

No comments:

Post a Comment