১৫১. কারা মসজিদের আবাদকারী হবে
যারা আল্লাহর সমকক্ষ দাঁড় করায় তারা যখন নিজেরাই নিজেদের কুফরীর সাক্ষ্য দিচ্ছে তখন আল্লাহর মসজিদসমূহের আবাদকারী হওয়া তাদের কাজ নয়। তাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে এবং তাদেরকে চিরকাল জাহান্নামে থাকতে হবে।
তারাই হতে পারে আল্লাহর মসজিদ আবাদকারী যারা
আল্লাহর ও পরকালকে মানে, প্রার্থনা প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ কে ছাড়া
আর কাউকে ভয় করেনা। তাদেরই ব্যাপারে আশা করা যেতে পারে যে, তারা সঠিক সোজা
পথে চলবে।
তোমরা কি হাজীদের পানি পান করানো এবং মসজিদে হারামের আবাদ করাকে
এমন ব্যক্তিদের কাজের সমান মনে করে নিয়েছ যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও
পরকালের প্রতি এবং চেষ্টা-সাধনা করেছে আল্লাহর পথে? এ উভয় দল আল্লাহর কাছে সমান নয়। যারা নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে আল্লাহ তাদের পথ দেখান
না। আল্লাহর কাছে তো তারাই উচ্চ মর্যাদার অধিকারী, যারা ঈমান এনেছে এবং
তাঁর পথে ঘর-বাড়ি ছেড়েছে ও ধন-প্রাণ সমর্পণ করে চেষ্টা সাধনা করেছে। তারাই সফলকাম। তাদের রব তাদেরকে নিজের রহমত, সন্তোষ ও এমন জান্নাতের সুখবর দেন, যেখানে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখের সামগ্রী।
সেখানে তারা চিরকাল থাকবে। অবশ্য আল্লাহর কাছে কাজের প্রতিদান দেবার জন্য অনেক কিছুই রয়েছে। সূরায়ে তওবা/১৭-২২।
No comments:
Post a Comment