৪৩.)
কোন জাতি তার সময়ের পূর্বে শেষ হয়নি এবং তার পরে টিকে থাকতে পারেনি।
সূরা আল মুমিনুন।
আল্লাহর সুন্নত হলো আল্লাহ মানুষকে তাঁর পথে ফিরিয়ে আনবার জন্য দুঃখ-কষ্ট দেন। আল্লাহ বলেন,
"ফেরাউনের
লোকদেরকে আমি কয়েক বছর পর্যন্ত দুর্ভিক্ষ ও ফসলহানিতে আক্রান্ত করেছি এ
উদ্দেশ্যে যে, হয়তো তাদের চেতনা ফিরে আসবে।" ৭/১৩০
মানুষের মধ্যে অধিকাংশই থাকবে অজ্ঞ, অহংকারী আর অবাধ্য। যেরূপ ছিল বনী ইসরাঈল। আল্লাহ বলেন,
কিন্তু তাদের এমনি অবস্থা ছিল যে, ভাল সময় এলে তারা বলতো এটা তো আমাদের
প্রাপ্য। আর খারাপ সময় এলে মূসা ও তার সাথীদেরকে নিজেদের জন্য কূলক্ষুণে
গণ্য করতো। অথচ তাদের কুলক্ষণ তো আল্লাহর কাছে ছিল। কিন্তু তাদের
অধিকাংশই ছিল অজ্ঞ।
তারা মূসাকে বললোঃ আমাদের যাদু করার জন্য তুমি যে কোন নিদর্শনই আনো না কেন, আমরা তোমার কথা মেনে নেবো না।
অবশেষে আমি তাদের ওপর দুর্যোগ পাঠালাম, পংগপাল ছেড়ে দিলাম, উকুন
ছড়িয়ে দিলাম, ব্যাঙের উপদ্রব সৃষ্টি করলাম এবং রক্ত বর্ষণ করলাম। এসব
নিদর্শন আলাদা আলাদা করে দেখালাম। কিন্তু তারা অহংকারে মেতে রইলো এবং তারা
ছিল বড়ই অপরাধ প্রবণ সম্প্রদায়। ৭/১৩১-১৩৩
|
No comments:
Post a Comment