প্রকৃত সত্য হলো, এ কিতাব তোমার ও তোমার কর্মের জন্য অনেক বড় একটি মর্যাদা এবং এজন্য অচিরেই তোমাদের জবাবদিহি করতে হবে।
সূরা আয যুখরুফ/৪৩-৪৪।
|
|
|
১০২.)
সে সময় যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে।
|
|
|
|
|
১০৩.)
আর যাদের পাল্লা হাল্কা হবে তারাই হবে এমনসব লোক যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল।
|
|
|
|
|
১০৪.)
আগুন তাদের মুখের চামড়া জ্বালিয়ে দেবে এবং তাদের চোয়াল বাইরে বের হয়ে আসবে।
|
|
|
|
|
১০৫.)
----“তোমরা কি সেসব লোক নও যাদের কাছে আমার আয়াত শুনানো হলেই বলতে এটা মিথ্যা?”
|
|
|
১০৬.)
তারা বলবে, “হে আমাদের রব! আমাদের দুর্ভাগ্য আমাদের ওপর ছেয়ে গিয়েছিল, আমরা সত্যিই ছিলাম বিভ্রান্ত সম্প্রদায়।
|
|
|
|
|
১০৭.)
হে পরওয়ারদিগার! এখন আমাদের এখান থেকে বের করে দাও, আমরা যদি আবার এ ধরনের অপরাধ করি তাহলে আমরা জালেম হবো।
|
|
|
|
|
১০৮.)
আল্লাহ জবাব দেবেন, দূর হয়ে যাও আমার সামনে থেকে, পড়ে থাকো ওরি মধ্যে এবং কথা বলো না আমার সাথে।
|
|
|
|
|
১০৯.)
তোমরা হচ্ছো তারাই, যখন আমার কিছু বান্দা বলতো, হে আমাদের রব! আমরা ঈমান
এনেছি, আমাদের মাফ করে দাও, আমাদের প্রতি করুণা করো, তুমি সকল করুণাশীলের
চাইতে বড় করুণাশীল,
|
|
|
|
|
১১০.)
তখন তোমরা তাদেরকে বিদ্রূপ করতে, এমনকি তাদের প্রতি জিদ তোমাদের আমার কথাও
ভুলিয়ে দেয় এবং তোমরা তাদেরকে নিয়ে হাসিঠাট্টা করতে থাকতে।
|
|
সূরা আল মুমিনুন/১০২-১১০
অহীর
মাধ্যমে তোমার কাছে যে কিতাব পাঠানো হয়েছে সর্বাবস্থায় তুমি দৃঢ়ভাবে তা
আঁকড়ে থাকো নিশ্চয়ই তুমি সোজা পথে আছো। নিশ্চয়ই এই কিতাব তোমার জন্য ও
তোমার কওমের জন্য স্মরনিকা এবং এজন্য অচিরেই তোমাদেরকে জবাবদিহি করতে হবে।
সূরা আয যুখরূফ/৪৩-৪৪।
|
No comments:
Post a Comment