Thursday, January 30, 2014

৭৮. হেদায়াত বা হুদা, আল্লাহ কর্তৃক সংরক্ষিত, সীরাতুল মুস্তাকীম, সর্বোত্তম জিহাদ, আল্লাহর রজ্জু


পৃথিবীতে একমাত্র নির্ভূল হেদায়াত বা পথনির্দেশ হচ্ছে ‘আল কোরআন’। সূরা বাকারার ২ নং আয়াতে আল্লাহ বলেন, “এটিই সেই কিতাব যাতে কোনরূপ সন্দেহের অবকাশ নেই, যা আল্লাহভীরুদের জন্য একমাত্র হেদায়াত বা পথনির্দেশ”। আল্লাহ রাব্বুল আলামীন নিজেই এই কিতার সংরক্ষনের দায়িত্ব নিয়েছেন। সূরা হিজরের ৯ নং আয়াতে আল্লাহ বলেন, “আর এই বাণী, একে তো আমিই অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক এই কিতাব ছাড়া পৃথিবীর যেকোনো গ্রন্থ, মানুষ (নবীগন ব্যতীত), দল, মতবাদ, আলেম-ওলামা-পীর-মাশায়েখ-হুজুর-ধর্মীয় নেতা যে তত্ত্বই দেন না কেন তাতে ভূলের অবকাশ রয়েছে। তাতে শয়তানের অনুপ্রবেশের সুযোগ রয়েছে। এমনকি তা মানুষকে আল্লাহর পথ থেকে অনেক অনেক দূরে সরিয়ে শিরকে লিপ্ত করিয়ে দিতে পারে। তাই আসুন একমাত্র এই মহাগ্রন্থ ‘আল কোরআন’কে জানি, বুঝি, অনুসরন করি এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তা মানুষের মাঝে ছড়িয়ে দেই। অনন্তকালীন জান্নাতে যাওয়ার এটিই একমাত্র সহজ রাস্তা বা সীরাতুল মুস্তাকীম। সূরা আল-আন’আমের ১২৬ নং আয়াতে আল্লাহ বলেন, “অথচ এ পথটিই তোমাদের রবের সোজা পথ বা সীরাতুল মুস্তাকীম। আর তার নিদর্শনগুলো তাদের জন্য সুস্পষ্ট করে দেয়া হয়েছে যারা উপদেশ গ্রহণ করে তাই নিশ্চিন্তে জান্নাতের পথিক হতে চাইলে কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরুন। আল্লাহ বলেন, "তোমরা আল্লাহর রজ্জুকে (আল কোরআন) শক্তভাবে ধারন করো"। আর এই কোরআন নিয়েই সর্বোত্তম চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ বলেন, “ তোমরা কোরআন নিয়ে সর্বোত্তম প্রচেষ্টা চালাও”।

No comments:

Post a Comment