সালাতে দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহা পড়ি সব রাকাতে। সূরা ফাতেহার শুরুতেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন। অর্থ্যাত
প্রশংসা একমাত্র আল্লাহর যিনি জগতসমূহের সৃষ্টিকর্তা প্রতিপালক। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আমরা আলহামদুলিল্লাহ বলি আসলেই কি তা মন থেকে বলি। আসলেই কি আমি আমার বর্তমান অবস্থার উপর সন্তুষ্ট। আল্লাহ সুখ-দুঃখ যাই দেন তাতেই তাঁর উপর খুশী। নাকি আল্লাহর সাথে আমরা মিথ্যাচার করছি যে আল্লাহ আমাদের মনের গোপন খবর জানেন। আল্লাহ বলেন, তিনিই রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করেন। তিনি অন্তরের গোপন কথা পর্যন্ত জানেন। ৫৭.৬
No comments:
Post a Comment