Wednesday, January 22, 2014

৯৪. মুনাজাত বা দোয়া বা প্রার্থনা


মুনাজাত বা দোয়া করার পদ্ধতি
তোমাদের প্রভূকে ডাকো
কান্নাজড়িত কণ্ঠে চুপে চুপে।
অবশ্যি তিনি সীমা লংঘনকারীদেরকে পছন্দ করেন না।
দুনিয়ায় সুস্থ পরিবেশ বহাল করার পর
আর সেখানে অশান্তি-বিপর্যয় সৃষ্টি করো না।
আল্লাহকেই ডাকো ভীতি আশা সহকারে।
নিশ্চিতভাবেই আল্লাহর রহমত সৎকর্মশীল লোকদের নিকবর্তী।
(সূরা আরাফঃ ৫৫-৫৬)

কুরয়ানুল কারীমের কিছু মুনাজাত


আল্লাহ কারোর ওপর তার সামর্থের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপান না
প্রত্যেক ব্যক্তি যে নেকী উপার্জন করেছে তার ফল তার নিজেরই জন্য
এবং যে গোনাহ সে অর্জন করেছে, তার প্রতিফলও তারই উপর বর্তাবে
(হে ঈমানদারগণ, তোমরা এভাবে দোয়া চাওঃ)
“হে আমাদের রব! ভুল-ভ্রান্তিতে আমরা যেসব গোনাহ করে বসি,
তুমি সেগুলো পাকড়াও করো না।
হে প্রভু! আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দিয়ো না,
যা তুমি আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছিলে।
হে আমাদের প্রতিপালক!
যে বোঝা বহন করার সামর্থ্য আমাদের নেই,
তা আমাদের ওপর চাপিয়ে দিয়ো না
আমাদের প্রতি কোমল হও,
আমাদের অপরাধ ক্ষমা করো
এবং আমাদের প্রতি করুণা করো।
তুমি আমাদের অভিভাবক।
কাফেরদের মোকাবিলায় তুমি আমাদের সাহায্য করো।“
(সূরা বাকারাঃ ২৮৬)
যে সমস্ত বুদ্ধিমান লোক উঠতে, বসতে শয়নে
সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে
এবং আকাশ পৃথিবীর গঠনাকৃতি নিয়ে চিন্তা- ভাবনা করে,
তাদের জন্য রয়েছে বহুতর নিদর্শন
(তারা আপনা আপনি বলে ওঠেঃ)
হে আমাদের প্রভু!
এসব তুমি অনর্থক উদ্দেশ্যবিহীন ভাবে সৃষ্টি করো নি
বাজে নিরর্থক কাজ করা থেকে তুমি পাক-পবিত্র মুক্ত
কাজেই হে প্রভু! জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করো
তুমি যাকে জাহান্নামে ফেলে দিয়েছো,
তাকে আসলে বড়ই লাঞ্ছনা অপমানের মধ্যে ঠেলে দিয়েছো
এবং এহেন জালেমদের কোন সাহায্যকারী হবে না
হে আমাদের মালিক! আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনেছিলাম
তিনি আমাদেরকে ঈমানের দিকে আহবান করছিলেন
তিনি বলছিলেন, তোমরা নিজেদের সৃষ্টিকর্তাকে মেনে নাও
আমরা তার আহবান গ্রহণ করেছি
কাজেই, হে আমাদের প্রভু!
আমরা যেসব অপরাধ করছি তা ক্ষমা করে দাও
আমাদের মধ্যে যেসব অসৎবৃত্তি আছে
সেগুলো আমাদের থেকে দূর করে দাও
এবং ভাল লোকদের সাথে আমাদের শেষ পরিণতি দান করো
হে আমাদের প্রভূ! তোমার বার্তাবাহকদের মাধ্যমে
তুমি যেসব অংগীকার করেছো আমাদের সাথে, সেগুলো পূর্ণ করো
এবং কিয়ামতের দিন আমাদের লাঞ্ছনার গর্তে ফেলে দিয়ো না
নিঃসন্দেহে তুমি অংগীকার ভংগকারী নও
জবাবে তাদের প্রভূ বললেনঃ
আমি তোমাদের কারো কর্মকাণ্ড নষ্ট করবো না
পুরুষ হও বা নারী, তোমরা সবাই একই জাতির অন্তর্ভুক্ত
কাজেই যারা আমার জন্য নিজেদের স্বদেশ ভূমি ত্যাগ করেছে
এবং আমার পথে যাদেরকে
নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেয়া কষ্ট দেয়া হয়েছে
এবং যারা আমার জন্য লড়েছে মারা গেছে,
তাদের সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দেবো
এবং তাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবো
যার নীচে দিয়ে ঝরণাধারা বয়ে চলবে
এসব হচ্ছে আল্লাহর কাছে তাদের প্রতিদান
এবং সবচেয়ে ভালো প্রতিদান আল্লাহর কাছেই আছে
(সূরা আলে ইমরানঃ ১৯১-১৯৫)

No comments:

Post a Comment