Monday, January 6, 2014

১১৭. জিব্রাঈল (আঃ) এর সাথে মুহাম্মদ (দঃ) এর সাক্ষাত (শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ)

 তাকে মহাশক্তির অধিকারী একজন শিক্ষা দিয়েছে, যে অত্যন্ত জ্ঞানী।
 সে সামনে এসে দাঁড়ালো।
 তখন সে উঁচু দিগন্তে ছিল।
 তারপর কাছে এগিয়ে এলো এবং ওপরে শূন্যে ঝুলে রইলো।
 অতঃপর তাদের মাঝে মুখোমুখি দু’টি ধনুকের জ্যা-এর মত কিংবা তার চেয়ে কিছু কম ব্যবধান রাইলো।  তখন আল্লাহ‌র বান্দাকে যে অহী পৌঁছানোর ছিল তা সে পৌঁছিয়ে দিল।
 দৃষ্টি যা দেখলো মন তার মধ্যে মিথ্যা সংমিশ্রিত করলো না।
যা সে নিজের চোখে দেখেছে তা নিয়ে কি তোমরা তার সাথে ঝগড়া করো?
 পুনরায় আর একবার সে তাকে  সিদরাতুল মুনতাহার কাছে দেখেছে।
 যার সন্নিকটেই জান্নাতুল মা’ওয়া অবস্থিত।
 সে সময় সিদরাকে আচ্ছাদিত করছিলো এক আচ্ছাদনকারী জিনিস।
 দৃষ্টি ঝলসেও যায়নি কিংবা সীমা অতিক্রমও করেনি।
 সূরা আন নজম/৬-১৭

No comments:

Post a Comment