Sunday, September 14, 2014

১৮১.১. একমাত্র আল্লাহর কিতাবই দলীল। কিন্তু মানুষ পূর্বপুরুষদের অনুসরন করে

 একমাত্র আল্লাহর কিতাবই দলীল। কিন্তু মানুষ পূর্বপুরুষদের অনুসরন করে
----------------------------------------------------------------------

আমি কি এর আগে এদেরকে কোন কিতাব দিয়েছিলাম
এরা যার সনদ নিজেদের কাছে সংরক্ষন করছে?
তা নয়, বরং এরা বলে,
আমরা আমাদের পূর্বপুরুষদেরকে একটি পন্থার ওপর পেয়েছি,
আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলছি।
 এভাবে তোমার পূর্বে আমি যে জনপদেই কোন সতর্ককারীকে পাঠিয়েছি,
তাদের স্বচ্ছল লোকেরা একথাই বলেছে,
আমরা আমাদের পূর্বপুরুষদেরকে একটি পন্থার অনুসরণ করতে দেখেছি।
আমরাও তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি।
আল্লাহর প্রত্যেক বার্তাপ্রচারকরাই তাদেরকে বলেছেন,
তোমরা তোমাদের পূর্বপুরুষদের যে পথে চলতে দেখেছো
আমি যদি তোমাদেরকে তার চেয়ে অধিক সঠিক রাস্তা বলে দেই
তাহলেও কি তোমরা সেই পথেই চলতে থাকবে?
তারা আল্লাহর সব বার্তাবাহকদেরকে এই জবাবই দিয়েছে,
যে কিতাব নিয়ে তুমি প্রেরিত হয়েছো, আমরা তা অস্বীকার করি।
শেষ পর্যন্ত আমি তাদেরকে মার দিয়েছি এবং দেখে নাও,
অস্বীকারকারীদের কি পরিণাম হয়েছে!
(সূরা আয যুখরুফ/২১-২৫)

No comments:

Post a Comment