Sunday, April 20, 2014

১৪৮. রাসূল (দঃ) এর স্ট্যাটাস- সুপারিশকারী নন, গায়েবের খবর জানেন না, শুধু সতর্ককারী ও সুসংবাদদাতা

হে মুহাম্মাদ! তাদেরকে বলো, নিজের জন্য লাভ-ক্ষতির কোন ইখতিয়ার আমার নেই। একমাত্র আল্লাহই যা কিছু চান তাই হয়। আর যদি আমি গায়েবের খবর জানতাম, তাহলে নিজের জন্য অনেক ফায়দা হাসিল করতে পারতাম এবং কখনো আমার কোন ক্ষতি হতো না। আমি তো যারা আমার কথা মেনে নেয় তাদের জন্য নিছক একজন সতর্ককারী ও সুসংবাদদাতা মাত্র।” সূরা আল আরাফ/১৮৮।

No comments:

Post a Comment