Sunday, February 16, 2014

৫৭. কোরআনের বক্তব্য পরিবর্তন করার অধিকার কারো নেই (নবী (দঃ) কে শাস্তির হুমকি)

"এ বাণী বিশ্ব-জাহানের প্রভূর পক্ষ থেকে অবতীর্ন।
যদি এ নবী নিজে কোন কথা বানিয়ে
আমার কথা বলে চালিয়ে দিতো
তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম
এবং ঘাড়ের রগ (স্পাইনাল কর্ড) কেটে দিতাম।
তোমাদের কেউ-ই (আমাকে)
এ কাজ থেকে বিরত রাখতে পারতো না।
আসলে এটি আল্লাহভীরু লোকদের জন্য একটি নসীহত।
আমি জানি তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক
(কোরয়ানকে) মিথ্যা প্রতিপন্ন করতে থাকবে।
নিশ্চিতভাবে তা এসব অস্বীকারকারীদের জন্য
অনুতাপ ও আফসোসের কারণ হবে।
এটি (কোরআন) অবশ্যই এক নিশ্চিত সত্য।"
(সূরা আল হাক্কাহ/৪৩-৫১)


হে নবী! তোমার রবের কিতাবের মধ্য থেকে যা কিছু তোমার ওপর অহী করা হয়েছে তা (হুবহু) শুনিয়ে দাও। তাঁর বক্তব্য পরিবর্তন করার অধিকার কারো নেই, (আর যদি তুমি কারো স্বার্থে তার মধ্যে পরিবর্তন করো তাহলে) তাঁর হাত থেকে নিষ্কৃতি পেয়ে পালাবার জন্য কোন আশ্রয়স্থল পাবে না। ১৮/২৭

হে মুহাম্মাদ! তোমার কাছে আমি যে অহী পাঠিয়েছি তা থেকে তোমাকে ফিরিয়ে রাখার জন্য এ লোকেরা তোমাকে বিভ্রাটের মধ্যে ঠেলে দেবার প্রচেষ্টায় কসুর করেনি, যাতে তুমি আমার নামে নিজের পক্ষ থেকে কোন কথা তৈরি করো।৮৭ যদি তুমি এমনটি করতে তাহলে তারা তোমাকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করতো। আর যদি আমি তোমাকে মজবুত না রাখতাম তাহলে তোমার পক্ষে তাদের দিকে কিছু না কিছু ঝুঁকে পড়া অসম্ভব ব্যাপার ছিল না। কিন্তু যদি তুমি এমনটি করতে তাহলে আমি এ দুনিয়ায় তোমাকে দ্বিগুণ শাস্তির মজা টের পাইয়ে দিতাম এবং আখেরাতেও, তারপর আমার মোকাবিলায় তুমি কোন সাহায্যকারী পেতে না। ১৭/৭৩-৭৫

ইহুদি ও খৃস্টানরা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের পথে চলতে থাকো।১২১ পরিষ্কার বলে দাও, পথ মাত্র একটিই, যা আল্লাহ‌ বাতলে দিয়েছেন। অন্যথায় তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরও যদি তুমি তাদের ইচ্ছা ও বাসনা অনুযায়ী চলতে থাকো, তাহলে আল্লাহর পাকড়াও থেকে রক্ষাকারী তোমর কোন বন্ধু ও সাহায্যকারী থাকবে না।  ২/১২০

No comments:

Post a Comment